তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার রায় প্রকাশে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র্যালীটি আওয়ামীলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজের সভাপতিত্বে কৃষ্ণনগর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু।
আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাম প্রসাদ রাজু, কৃষ্ণনগর ইউনিয়ন শাখার যুব লীগের সভাপতি মো ফজলু গাজী, কৃষকলীগের সভাপতি মো ফজর আলী গাজী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০২ সালে সংঘঠিত সাতক্ষীরার কলোরয়ায় গাড়ী বহর হামলা মামলায় বৃহস্পতিবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে এবং আটককৃত ৩৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি ১৬ জন রয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]