বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। ক্ষমতায় রয়েছে জনগণ। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর-২০২২) দুপুরে যশোরের মণিরামপুরে আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন- ২২ অক্টোবর খুলনায় সমাবেশ সফল করে ফেরার পথে যাঁরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন তাঁদের খোঁজখবর নিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে আমি মণিরামপুরে এসেছি।
রিজভী আরো বলেন- ২২ অক্টোবর খুলনায় সমাবেশে জনস্রোত প্রমাণ করে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমরা সফল হয়েছি।
এ সময় যুগ্ম মহাসচিব মণিরামপুরের আহত বিএনপি কর্মী বাকোশপোল গ্রামের সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, মিন্টু ও বিজয়রামপুর গ্রামের মোন্তাজ উদ্দিনকে দেখতে তাঁদের বাড়ি যান।
এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নারগিস বেগম, সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, খাইরুল ইসলাম, আব্দুল হাই, আসাদুজ্জামান মিন্টু, নিস্তার ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২২ অক্টোবর খুলনায় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মণিরামপুরের বিএনপির ১৪ নেতাকর্মী আহত হন। পরের দিন গত রোববার বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরেজমিন আহতদের খোঁজ নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]