আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ৭ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিল, স্বতন্ত্র প্রার্থী শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মাদ সরদার।
বুধহাটা ইউনিয়নের নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু।
শোভনালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী প্রভাষক ম. মোনায়েম হোসেন।
কুল্যা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুল বাছেত হারুন চৌধুরী।
আনুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলমগীর আলম লিটন।
খাজরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা অহিদুল ইসলাম মোল্যা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ।
মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]