শেষ মুহূর্তে জমে উঠেছে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভোট প্রার্থনা। গোটা ওয়ার্ডে ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে।
মহিষাকুড়া- বাগাডাঙ্গা দুই গ্রাম মিলে ৭নং ওয়ার্ড গঠিত। ৭নং ওয়ার্ডে উপনির্বাচনে মেম্বর পদে যারা এবার নির্বাচন করতে যাচ্ছেন তারা হলেন- মোঃ মতিয়ার রহমান মতি (মোরগ) প্রতীক, আজিজুর রহমান (ফুটবল) প্রতীক, তবিবর রহমান (তালা) প্রতীক। এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বলে জানিয়েছে এলাকাবাসীরা।
ওয়ার্ড বাসিরা বলছেন, প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন ইশতেহার দিয়ে যাচ্ছেন। ওয়ার্ডের যে সমস্যা তারাও সেগুলো সমাধান করবে বলে কথা দিচ্ছেন। তবে এই নির্বাচনে এবার পরিবর্তন চাচ্ছেন স্থানীয়রা। এবার সৎ ও তরুণ প্রার্থীদের সমর্থন করবেন তারা।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত সৎ ও তরুণ প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোঃ মতিয়ার রহমান মতি। তিনি বলেন, আমি এই ওয়ার্ডে নির্বাচন করছি। এই এলাকার উন্নয়নে যা যা করার প্রয়োজন আমি তা করবো। আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডে মাদক নির্মূল করব। একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দেব। এই নির্বাচনে আমি জয়ী হয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই।
এছাড়াও অন্যান্য প্রার্থীরাও গণসংযোগ করছেন। প্রার্থীরা নিজে থেকে বা কর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আগামী ২রা নভেম্বর এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্টিত হবে। ৩০ই অক্টোবর প্রার্থীদের প্রচারণা শেষ হবে, ওয়ার্ডটিতে মোট ভোটার রয়েছেন ২০৬৮ জন।
উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান বাবলু গত ২১শে জানুয়ারি রাতে দুবৃর্ত্তের হাতে খুন হন। তার মৃত্যুতে এই ওয়ার্ডের সদস্য পদটি শুণ্য হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]