ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিন দিন শৈত্যপ্রবাহ থাকবে বলে জানানো হয়েছে। এ সময় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।
এ ছাড়া, পাঞ্জাব, হরিয়ানাসহ বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
এই তিনদিন সাধারণ মানুষকে শীতের পোশাক পরাসহ, হিটার জ্বালানোর সময় ভেন্টিলেটর ব্যবহার, প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে। তবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলবাসী জানুয়ারির মধ্যে শীতের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখবে বলেও সতর্ক করা হয়। একইসঙ্গে হতে পারে বৃষ্টি। বিশেষজ্ঞদের মতে, গত ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করতে যাচ্ছে নয়াদিল্লি।
এর আগে গত ৫ থেকে ৯ জানুয়ারি তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে নয়াদিল্লিবাসী।
এদিকে শীতের পাশাপাশি বায়ুদূষণেও নাকাল দিল্লিবাসী। গত ১২ জানুয়ারি ভারতের রাজধানী ও এর আশপাশের এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুমান ছিল ৩৭১, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। বায়ুদূষণ ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। স্বাস্থ্যঝুঁকি কমাতে নগরবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]