জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল অনুষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে সচিবালয়ে ১৫ আগস্টের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা বাহিনীসহ সাদা পোশাকের বাহিনী কাজ করবে। র্যাবের টহল থাকবে।
মন্ত্রী আরো বলেন, ১৫ আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ধানমন্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থানে বিশেষ নিরাপত্তা থাকবে। করোনা পরিস্থিতিতে আগতদের মাস্ক পরার পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মানার বিষয়েও নির্দেশনা থাকবে।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, হত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্পগুলোর নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। গত দুই বছরে বিভিন্ন ক্যাম্প থেকে নানা অপরাধে দুই হাজার ২০০ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান আইজিপি।
আইজিপি বলেন, আর্মড পুলিশের তিনটি ব্যাটালিয়ন ২২টি ক্যাম্পের মাধ্যমে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পুলিশের ক্যাম্প থাকার কারণে ২৪ ঘণ্টা নজরদারি করা সম্ভব হচ্ছে।
শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠনে, জননিরাপত্তা সচিবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]