সাতক্ষীরা জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে গভীর শোক ও শ্রদ্ধায় সাতক্ষীরায় ২৫ মার্চের বিভিষিকাময় গণহত্যা দিবস পালন করা হয়েছে।
সকাল দশটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে একাত্তরের যেখানে গণহত্যায় সাড়ে তিন শ’র বেশী নিরস্ত্র বাঙালীকে হত্যায় ভাসানো হয়েছিল সেখানে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার ও সদস্য সচিব শহীদ পরিবারের সন্তান এডভোকেট ফাহিমুল হক কিসলু’র নেতৃত্বে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অস্থায়ী কাপড়ের বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।
আলোচনা অনুষ্ঠিত হয় ঋশিল্পী সেন্টার স্কুলের আয়োজনে স্কুল মিলনায়তনে যোষেফ খাঁ খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা করেন, শরীফুল্লাহ কায়সার সুমন, স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঢালী, প্রদীপ কুমার গাইন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]