নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উন্নয়ন, শোভনালী শাখা অফিস হলরুমে "একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" প্রতিপাদ্যে উন্নয়ন সংস্থা পরিচালিত আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে "প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি'র" আওতায় ৭ অক্টোবর (মঙ্গলবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস - ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি রাস্তা প্রদিক্ষণ শেষে উন্নয়ন সংস্থার হলরুমে আলোচনা সভায় বক্তারা প্রবীণ দিবসের বিভিন্ন বিষয়ে কথা তুলে ধরেন।
সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রবীণ কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ গাজী, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল হুসাইন, ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড প্রবীণ কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]