গত ১ যুগে আইসিসির ইভেন্ট গুলোতে দুর্দান্ত ধারাবাহিক নিউজিল্যান্ড ক্রিকেট দল, এবারও ভারতের মতো প্রতিপক্ষকে টপকে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ফেভারিট ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ১৪ নভেম্বরের ফাইনালে জায়গা করে নিয়েছে কেন উইলিয়ামসনরা।
আগে ব্যাট করে মঈন আলীর ফিফটিতে ১৬৬ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড, জবাব দিতে নেমে শুরু থেকে চাপে থাকলেও ডেভন কনওয়ে, ডরয়াল মিচেল ও জেমস নিশামের ব্যাটিং দৃঢ়তায় কঠিন সমীকরণ মিলিয়েও ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
ফাইনালে ওঠার লড়াইয়ে ১৬৬ রান তাড়া করতে নেমে ৪ মেরে শুরু করা মার্টিন গাপটিলকে ইনিংসের চতুর্থ বলেই ফেরান ক্রিস ওকস, পরের ওভারে এসে আসল ধাক্কাটা নিউজিল্যান্ডকে দেন ওকসই। আউট করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে, ১৩ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।
তৃতীয় উইকেটে ৬৬ বলে ৮২ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ম্যাচে রাখেন ডেভন কনওয়ে ও ডরয়াল মিচেল, ৩৮ বলে ৪৬ রান করা কনওয়েকে ফিরিয়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান লিয়াম লিভিংস্টোন। গ্লেন ফিলিপসকেও আউট করেন লিভিংস্টোন, দারুণ বোলিং করা ইংলিশ এই অলরাউন্ডার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।
জয়ের জন্য ২৪ বলে ৫৭ রানের কঠিন সমীকরণে পড়ে নিউজিল্যান্ড, ক্রিস জর্ডানের করা ১৭ তম ওভারে ২ ছক্কা ১ চারে ২৩ রান তুলে নিয়ে কিউইদের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন জেমস নিশাম। ১১ বলে ২৭ রান করে নিশাম ফিরলেও বাকি কাজটুকু দুর্দান্ত ফিফটিতেই সেরেছেন মিচেল, ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
ডরয়াল মিচেল ৪৭ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন, এই জয়ে প্রথম দল হিসেবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেলো নিউজিল্যান্ড।
এর আগে আবুধাবিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, জেসন রয়ের বদলে একাদশ সুযোগ পান স্যাম বিলিংস। ওপেনিংয়ে সুযোগ পেয়ে বড় ইনিংস খেলতে না পারলেও জস বাটলারের সাথে ৩৭ রানের জুটি গড়ন জনি বেয়ারস্টো, অ্যাডাম মিলনের বলে আউট হওয়ার আগে ১৩ রান করেন বেয়ারস্টো।
দুর্দান্ত ফর্মে থাকা জস বাটলারকে ২৯ রানের বেশি করতে দেননি ইশ সোধি, ৫৩ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং সংগ্রহে দিকে এগিয়ে নেন ডেভিড মালান ও মঈন আলী।
৩০ বলে ৪১ রান করা মালানের বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি, ফিফটি তুলে নেন মঈন আলী। ২৪ বলের ৪০ রানের জুটি গড়েন মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন, ১০ বলে ১৭ রান করে আউট হন লিভিংস্টোন।
ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ পায়, মঈন আলী ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জেমস নিশাম ১ করে উইকেট নেন
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]