এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রামের প্রধান সড়কটি বছরের পর বছর কাঁচা অবস্থাতেই রয়ে গেছে। এ সড়ক দিয়েই প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। কিন্তু বর্ষা এলেই রাস্তাটি হয়ে ওঠে দুর্ভোগের প্রতীক। হাঁটু সমান কাদা ও জলাবদ্ধতা পেরিয়ে চলতে হয় তাদের।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে এ রাস্তায় হেঁটে চলাও বিপজ্জনক হয়ে ওঠে। কোনো রোগী অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, সাধারণ যানবাহনও আসতে পারে না। অনেক সময় বয়স্ক ও অসুস্থ রোগীদের খাটিয়ায় করে গ্রামের বাইরে নিয়ে যেতে হয়। এতে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।
শুধু রোগী পরিবহন নয়, কালিঞ্চীর শত শত শিক্ষার্থী প্রতিদিন এই কাঁচা রাস্তা দিয়েই বিদ্যালয়ে যায়। তবে বর্ষাকালে রাস্তাটি এতটাই কর্দমাক্ত থাকে যে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। এতে তাদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটে।
গ্রামের কৃষকরাও এই রাস্তার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ধান, সবজি কিংবা মাছ বিক্রি করতে সময়মতো বাজারে পৌঁছানো যায় না। কাদা-পানির জন্য যানবাহন ঢুকতে না পারায় উৎপাদিত পণ্য মাঠেই নষ্ট হয়ে যায় বা অনেক কম দামে বিক্রি করতে হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাকা সড়কের দাবি জানিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো বাস্তব উন্নয়ন হয়নি। ফলে দিন দিন জনমনে হতাশা বাড়ছে।
এলাকাবাসী মনে করেন, একটি পাকা সড়ক শুধু চলাচলের সুবিধাই দেবে না, এটি বদলে দিতে পারে একটি পুরো এলাকার জীবনমান। শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির উন্নয়নের জন্য রাস্তাটি পাকাকরণ অত্যন্ত জরুরি। এ কারণে তারা দ্রুত এই সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
তাদের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন ও সরকারের সদিচ্ছায় শিগগিরই কালিঞ্চী গ্রামের মানুষও পাবে একটি নিরাপদ ও টেকসই সড়ক, যা তাদের জীবনে আনবে স্বস্তি ও স্থিতি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]