সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্বশেষ দ্বীপ ইউনিয়ন গাবুরার আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম লেনিনের মারপিট ও লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
গাবুরার রূপচাঁদ সরদারের ছেলে মিজানুর রহমান জানান, তিনি পরপর দুইবার ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতি। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে লেনিনের সাথে নির্বাচনী গণসংযোগে যাওয়ার প্রাক্কালে তাকে ৫ নাম্বার ওয়ার্ডে বেড়িবাঁধ সম্বলিত রাস্তায় হঠাৎ থামিয়ে তার সাথে যেতে বারণ করেন। কারণ জানতে চাইলে তাকে লেনিনসহ কয়েকজন অচেনা বহিরাগত লোকজন একত্রিতভাবে বেধড়ক মারপিট করে কপোতাক্ষে ফেলে দেয়। এরপর তারা টর্চ মেরে খুঁজতে থাকে। পরে লেনিন ও তার লোকজন এলাকা ছাড়লে তাকে স্থানীয় সাধারণ মানুষ উদ্ধার করে।
মিজান আরও জানান, থানা পুলিশকে তিনি বিষয়টি অবগত করেছেন। রাতে নিরাপত্তাহীনতার কারণে সকালে থানায় অভিযোগ প্রদান করবেন।
এব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি ওয়াহিদ মুরশিদ বলেন, তিনি ফোনে মিজানের কাছ থেকে তার উপর হামলার কথা শুনেছেন। মিজান অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ব্যাপারে গাবুরার আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম লেনিন বলেন, ‘বিষয়টি তেমন কিছু না। ছাত্রলীগ সভাপতি মিজান মুলত বিএনপি জামাতের ভোট করে বেড়াচ্ছে। সেই কারণে তার সাথে থাকা নেতাকর্মীরা মিজানকে একটু ধাক্কাধুক্কি মেরেছে তাতেই সে নদীতে ঝাপ মেরে পালিয়েছে।’
প্রসঙ্গত আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে থাকা লেনিন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও পেতে ব্যার্থ হন। পরে উপজেলা পরিষদে চেয়ারমান পদেও দলীয় মনোনয়ন পাননি। পরে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন।
মিজানের কাছে তার ওপর মারপিটের কারণ জানতে চাইলে তিনি জানান, তিনি ও লেনিন একই সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ কারণে লেনিন তার উপর রাগান্বিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]