শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোলা ত্রিমহনী মডেল কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে নেতাকর্মীদের ভিড়ে জনপদ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্যামনগর উপজেলার সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র অন্যতম সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না—সাবেক যুগ্ম আহবায়ক, শ্যামনগর উপজেলা বিএনপি ও জেলা বিএনপি’র অন্যতম প্রভাবশালী সদস্য, প্রভাষক আবু সাঈদ, সাবেক ভিপি এবং আব্দুর রশিদ ঢালী, সাবেক যুগ্ম আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, ২নং কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ সাবেক সভাপতি মোঃআয়জুল সরদার মোঃ আব্দুস সালাম মোঃ আনোয়ার হোসেন মোঃ খোকন মোঃ আব্দুস সামাদ পিয়াদা সহ বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মীর উপস্থিতি অনুষ্ঠানস্থলকে এক রাজনৈতিক মহাসমাবেশে রূপান্তরিত করে।
শুধু বিএনপি নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতৃত্বও অনুষ্ঠানে যোগ দেন। সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ২নং কাশিমাড়ি ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা একযোগে অনুষ্ঠানে শামিল হন।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী প্রজন্মের জন্য শিক্ষার বিস্তার ও আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, এ উদ্বোধনী অনুষ্ঠান শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়; বরং এটি ছিল রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক প্রকাশ্য মঞ্চ, যেখানে বিএনপি ও জামায়াতের ঐক্যবদ্ধ উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]