সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে অভিভাবক ও সচেতন এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৬ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক এম. এম. আবুল কালাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় এডহক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়। ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সভাপতি পদে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ভূমি দাতা মোঃ আব্দুল মাজেদকে প্রথম প্রস্তাব করা হয়। দ্বিতীয় ও তৃতীয় প্রস্তাবনায় ছিল তাশরিফা আফরীন ও মুহাঃ আলমগীর কবিরের নাম। এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে তালিকা পাঠানো হয়।
কিন্তু প্রস্তাবিত ব্যক্তিদের উপেক্ষা করে এলাকার অচেনা ও ঢাকায় বসবাসরত জনৈক আব্দুস সালামকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নবনির্বাচিত সভাপতি স্থানীয় কোনো পরামর্শ ছাড়াই প্রভাব খাটিয়ে এই পদে আসীন হয়েছেন। ফলে তাঁকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে তাকে অপসারণ করে এডহক কমিটির প্রস্তাবিত তালিকা অনুযায়ী সভাপতি নিয়োগের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর স্বার্থে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএম আইয়ুব আলী, জহুরুল হক আপ্পু, সাইফুল আলম, এম এম আবু সালেক, মোঃ হাবিবুর রহমান, মাহফুজ এলাহী, রেজাউল ইসলাম রানা, আরাবুজ্জামান পাভেল, মোঃ ইউনুস আলী ও শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]