শ্যামনগরের পথ শিশু তামিমকে (৭) শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাতক্ষীরা শিশু পরিবার (বালক)এ হস্তান্তর করা হয়েছে। শিশুটি শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরে ঘোরাঘুরি করতে দেখে সাইবার ক্রাইম এলার্ট টিমের সদস্যরা তারা প্রথমে থানায় নিয়ে যায়। থানা গ্রহন না করায় পরে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু পরিবার (বালক)কে শিশুদনের অফিস সহায়ক নাজমুল হুদার কাছে তাকে হস্তান্তর করা হয়।
শিশু তামিম শ্যামনগর রমজাননগর ইউনিয়নের সোনাখালী আতির মোড় তার দাদি নুজাহানের সাথে থাকতো।
শিশু তামিম জানান, যে তার মা খুব ছোট বেলায় তাকে ফেলে রেখে অন্যত্রে চলে যায়। তার বাবা আফজারুল তাকে ফেলে ঢাকাতে চলে যায় সেখানে কোথায় আছে জানেনা সে। তার বৃদ্ধা দাদী বাড়িতে আছে কিন্তু তাকে দেখাশোনা করে রাখতে অক্ষম। শিশু তামিম শিশু সদনে আশ্রয় পেয়ে খুবই খুশি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]