শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান।
বৃহস্পতিবার (৯ মার্চ) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত সময়ে আবেদনের প্রেক্ষিতে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মাও. আবু নেসার সিদ্দীক এবং সভাপতি হিসেবে এস এস কামরুজ্জামানকে উপাচার্য মনোনীত করেছেন।
এর আগে গভর্নিং বডির সভাপতি প্রার্থী হিসেবে এস এম আতাউর রহমান, এস এম ওবায়দুল্লাহ মুকুল ও এস এম কামরুজ্জামানের নাম প্রস্তাবিত হয়।
আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ রেজাউল হক ও উপ রেজিস্ট্রার ড. মোঃ আবু হানিফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]