শ্যামনগরের ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সাবেক চেয়ারম্যান আকবর আলী সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ তেজারত জানান, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া শেষে সভাপতি নির্বাচনের জন্য নিয়ম মাফিক বোর্ডে নোঠিশ দিয়ে স্কুল কতৃপক্ষ ও অভিভাবক সদস্যদেরকে বিষয়টি অবগত করানো হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার স্কুলে উপস্থিত শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির ৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে ৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটে ৮ সদস্যদের মধ্যে ৬ জন আকবর আলী কে ভোট দিয়ে সভাপতি হিসাবে নির্বাচিত করেন। অপর প্রার্থী শেখ মহসিন আলম ২ ভোটে পেয়ে পরাজিত হন।
প্রয়োগকৃত ভোটে আকবর আলীকে নির্বাচিত করায় রেজুলেশনের মাধ্যমে ফলাফল লিপিবদ্ধ করা হয় ও ঘোষনা করা হয়।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল অভিভাবক ও এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]