শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মরাগাং এলাকা থেকে হরিণের মাংস সহ আটক-১ ৷ ১৫ নভেম্বর রাত সাড়ে ১০ টার সময়ে গোপন সংবাদের ভিত্তিত্বে কৈখালী স্টেশনের আওতাধীন মরাগাং টহল ফাঁড়ীর সদস্যরা মরাগাং খালের কালভার্টের পাশ থেকে হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ আবুল হোসেন নামের এক মাংস পাচারকারীকে আটক করেন ৷
আটক ব্যাক্তির নাম আবুল হোসেন ছোট, ভেটখালী গ্রামের কেনার পুত্র।আবুল হোসেন রিপন নামের একজন ব্যক্তির ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছিল। মরাগাং গ্রামের জব্বার গাজীর ছেলে ইউনুস গাজীর কাছ থেকে এই মাংস ক্রয় করে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে যে, রাতে তাড়িয়ে আবুল হোসেনকে আটক করা হয়। তবে মাংস বিক্রেতা ইউনুস প্রায় হরিণ শিকার করে থাকে তার নামে চলমান একাধিক হরিণ শিকার মামলা আছে মরাগাং টহলফাঁড়ীর ইনচার্জ সারোয়ার হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন প্রচালিত আইনে মামলা দিয়ে ঐ চোরাচালান ব্যাক্তিকে হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]