জি.এম আবুল হোসাইন: শ্যামনগরের ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে টিডিএস এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
"যুবদের অংশগ্রহণে খেলাধুলার মাধ্যমে সুরক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান" এই লক্ষ্যকে সামনে রেখে ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সভায় ব্রেকিং দ্য সাইলেন্সে'র স্প্রিট কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. মিনহাজ শাহরিয়ার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। তিনি বলেন, “এই প্রকল্পের মূল শক্তি হলো স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ। ইউনিয়ন কমিটি হবে যুবদের নিরাপদ ও কার্যকর অংশগ্রহণের সেতুবন্ধন।” কমিটির সদস্যরা সকলেই সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা প্রত্যয় ব্যক্ত করেন, ইউনিয়নের যুবদের ইতিবাচক বিকাশ ও সুরক্ষার লক্ষ্যে তারা সর্বদা পাশে থাকবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসউদুল আলম। তিনি বলেন, যুবসমাজকে এগিয়ে নিতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম।কমিটির সবাই মিলে এই কার্যক্রম সফল করতে একযোগে কাজ করবো।
উক্ত সভায় সংগঠনের পরিচিতি ও প্রকল্প লক্ষ্য, গত দুই মাসের কার্যক্রমের প্রতিবেদন ও আগামী দুই মাসের কর্মপরিকল্পনা তৈরি, ইউনিয়ন কমিটির সদস্যদের দায়িত্ব ও ভূমিকা, কমিটির সহায়তায় বাস্তবায়িত যুব-নেতৃত্বাধীন উদ্যোগ প্রভৃতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]