ওমর ফারুক, সুন্দরবন অঞ্চল: শ্যামনগরের পদ্মাপুকুর ইউনিয়নের খুটিকাটা চাউলখোলা গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট রাহাতুল ইসলাম রাহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সজীব এবং কনস্টেবল অর্ণব চক্রবর্তী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাহাত অনলাইন জুয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গ্রেপ্তারের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]