এবিএম কাইয়ুম রাজ : শ্যামনগরের সোনারমোড় ও গুমানতলী এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘন করে অবৈধভাবে ডাম্পার পরিচালনার দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
১২ এপ্রিল ২০২৫ তারিখে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল রিফাত। অভিযানে সহযোগিতা করেন শ্যামনগর থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন জনগণ।
জানা যায়, এইচবি ব্রিকস-এর স্বত্বাধিকারী বিল্লাল তার ডাম্পার দিয়ে অবৈধভাবে সড়কে চলাচল করাচ্ছিলেন। এ কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা অনুযায়ী তাকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও মোবাইল কোর্ট দুটি ইটভাটার মালিকদের কাছ থেকে তিন দিনের মধ্যে রাস্তার ওপর জমে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণের নিরাপত্তা ও সড়ক চলাচলের সুবিধার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]