সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে ‘পৃথিবী একটাই, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও ১০০ দরিদ্র পরিবারের মাঝে ৩০০ ফলের চারা বিতরণ করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ।
রোববার (৫ জুন) ‘সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা প্রোগ্রাম’ এর আওতায় শ্যামনগরের রমজাননগরে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে কারিতাস খুলনা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা তাপস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস শ্যামনগরের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]