সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ভরুলিয়া ইউনিয়নে হাটতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক গাজী (৬০) ওই গ্রামের বাসিন্দা। আটককৃত আয়জুল ইসলাম ও তার ভগ্নীপতি ইয়াকুব আলীও একই গ্রামের।
শ্যামনগর উপজেলার ভরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল্লাহ জানান, ৩০ কাঠা জমি নিয়ে আব্দুল রাজ্জাক গাজী, তার ভাই শাহাদাৎ গাজী ও প্রতিবেশী আয়জুল
ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিসও হয়েছে। সকালে আব্দুর রাজ্জাক ওই জমিতে ঘর বাঁধতে গেলে বিরোধের সূত্রপাত ঘটে। এসময় আয়জুলের নেতৃত্বে তার লোকজন আব্দুল রাজ্জাককে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]