"নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি
স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি " এই প্রতিপাদ্য কে ধারন করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদে জাকজমকভাবে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় রচনা ও কুইজ প্রতিযোগিতা।
২০১৮ সাল হতে দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন। এসময়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মেধাবী ও আগামীর ভবিষ্যৎ তৈরী করতে হবে। আর সুস্থ মেধাবী প্রজন্ম তৈরিতে নিরাপদ খাদ্য গ্রহনের বিকল্প নেই।
বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ নিরাপদে ও ভালো আছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা মহিলা চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ও উপজেলা কৃষি কর্মকর্তা এস এস এনামুল ইসলাম।এ
ছাড়াও উপস্থিত ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের উদ্যেগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। সব শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]