
হুসাইন বিন আফতাব : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কাশিমাড়ি ও খোলপেটুয়ায় পৃথক কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন যুব সংগঠনের শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।
উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উপকূল অঞ্চলের মানুষের জীবনে।
শরুবের নির্বাহী পরিচালক এস. এম. জান্নাতুল নাঈম বলেন, উন্নত দেশগুলোকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
অন্যদিকে, বেলা ১১টায় খোলপেটুয়া নদীর জেগে ওঠা চরে বারসিকসহ স্থানীয় ১২টি যুব সংগঠনের অংশগ্রহণে দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উৎসর্গ সংগঠনের সভাপতি গাজী আব্দুর রউফ। বক্তারা বলেন, জলবায়ু সংকট উপকূলের মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকিতে ফেলেছে।
তারা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিল দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
উৎসর্গ, শ্যামনগর ব্লাড ব্যাংক, শরুব ইয়ুথ টিম, সামাজিক কর্ম সংঘ, সুন্দরবন যুব সংহতি দলসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]