পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের জীবনমান উন্নয়ের লক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে ২৬ ও ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) বিকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সচিব রিয়াজুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, আইন প্রনয়ন করেছেন। কিন্তু বাস্তবে সেগুলোর কোন বাস্তবায়ন নেই। এগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে নারীদের কথা বলতে হবে। স্থানীয়ভাবে বিভিন্ন বাজেটে নারী-পুরুষ আলাদা করে উল্লেখ করলে নারীদের দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। সম্পদের সংগ্রহ এবং বরাদ্দ এমনভাবে সম্পন্ন করা উচিৎ যা লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে অবদান রাখবে। সিসিডিবির এনগেজ প্রকল্প এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]