তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছালেহা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে তার প্রতিবেশী। ঘটনাটি ঘটে বুধবার বেলা বারটার দিকে শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামে। আহত বৃদ্ধাকে দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হযরত আলীর স্ত্রী।
আহতের ছেলে আইয়ুব আলী জানায়, বাড়িতে থাকা ছোট বাচ্চাদের নিয়ে তার মায়ের সাথে প্রতিবেশী হোসেন আলীর স্ত্রী আমেনা বেগমের বাদানুবাদ হয়। এসময় প্রতিবেশীর ছেলে তামিম সেখানে ঝগড়াস্থলে হাজির হয়ে সালেহা বেগমকে মারধর শুরু করে। একপর্যায়ে তামিমের মা আমেনা বেগম বাড়ি থেকে বটি নিয়ে এসে তার মায়ের (ছালেহার) মাথায় কোপ বসিয়ে দেয়। এ ঘটনায় তামিম ও তার মায়ের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত এজাহার জমা দেয়া হয়েছে বলেও জানান আইয়ুব আলী।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]