শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রান্তিক কৃষক ও রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনামূল্যে নারিকেল চারা ও রোপা আমন (উফশী) ধানের বীজ, ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সার বিতরণ করা হয়। (০৫ জুলাই) শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ -আল রিফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ১২ টি ইউনিয়নের শতশত কৃষক, কৃষাণী বৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]