পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী।
রবিবার (৮ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলাবাসীর প্রতি এই আহ্বান জানান।
এসময় শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ বলেন, করোনা মহামারির মধ্যে ডেঙ্গু সমস্যাও মারাত্মক আকার ধারণ করছে। নিজেদের বাসাবাড়ির ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা, প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র সমন্বয়ক এস এম জান্নাতুল নাঈম, মিলন হোসেন, মেহরাব হোসেন ইমন, বাদশা ওয়ালিদ, ইয়াসিন আরাফাত, জুবায়ের হোসেন আবির, শেখর শান্ত, রাজু প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]