শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনির ইউনিয়নের দাতিনাখালী গ্রামে পুকুরে ডুবে রনি হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে খেলার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ৩টার দিকে পাশের পুকুর থেকে তার ভাসমান মৃত উদ্ধার হয়। মৃত রনি ফয়সাল হোসেন ও রেহেনা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল।
নিহতের চাচা হায়দার আলী জানান, পরিবারের সদস্যদের অজ্ঞাতে রনি খেলার সময় ঘরের পাশে থাকা পুকুরে পড়ে মারা গেছে। তিনি আরও জানান, তার পিতা ফয়সাল হোসেন সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পর দুপুরের দিকে তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে বেলা ১১টার দিকে রনি বাড়ি থেকে বের হয় খেলার জন্য। দুপুরে ভাত খাওয়ার জন্য খোজাখুজির শুরু হলে বেলা তিনটা নাগাদ পাশের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। বিকালে জানাযা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পিতা কিছু দিন আগে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকাসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]