শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আইটপাড়া গ্রামে পুকুরে ডুবে ফিরোজ খাতুন (২১) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টায় এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের আবুল কালাম গাজীর ছোট মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ খাতুন সকালে থালা-বাসন মাজতে পুকুরে যায়। এ সময় পূর্ব থেকে মৃগীরোগে আক্রান্ত ফিরোজা অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে।
মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, মৃগী রোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে তাকে জানানো হয়েছে।
সূত্র: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]