শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিণগর গ্রামের মধু খামারী ফজের আলীর পুত্র ফয়সাল (২) পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু ঘটেছে৷
জানা গেছে, বুধবার (১৯ মে) ভোরে মায়ের সাথে ঘুম থেকে উঠে ফয়সাল (২)৷ মা মোমেনা বেগম রান্নার কাজে ব্যস্ত থাকায় ফয়সাল উঠানে খেলা করতে থাকে৷ কিছু সময় পর মায়ের রান্না করার মধ্যে হঠাৎ পুকুরে দিকে নজর যায় এবং দেখতে পাই পুকুরে ভাসমান অবস্থায় তার ছেলে পড়ে আছে৷ তার মায়ের হাক চিৎকারে স্থানীয়রা ছুটে চলে আসেন এবং সাথে সাথে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন৷
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিশ্চিত করেন৷
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]