সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশান এর আয়োজনে ও ওয়ার্ল্ড রিনিউ বাংলাদেশ এর অর্থায়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী সাসা টুগেদার সাসা প্রকল্পের বাস্তবায়নে কমিউনিটি উদযাপন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা দশটায় শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিন করে ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
পরবর্তীতে ফেইথ ইন এ্যাকশানের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যের সভাপতিত্বে নারীর প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন ও নারীর সমতা নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাসার প্রজেক্ট অফিসার শুমুয়েল সাংমার সঞ্চালনায় আলোচনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রনি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর স্বাগোতা চিসিম,ফেইথ ইন এ্যাকশনের সাত-আইসিডি প্রকল্পের প্রকল্প ব্যবস্হাপক মিল্টন বাড়ৈ,নওয়াবেঁকি ডিগ্রী কলেজের প্রভাষক এম আব্দুল ওহাব,পিআইএর সভানেত্রী সুষমা রানী মন্ডল, সহ-সভাপতি রবিউল ইসলাম, সিসির মুন্সিগঞ্জ ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে , ফেইথ ইন এ্যাকশন ২০১৭ সাল থেকে শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।
অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি রূপান্তরিত সমাজ গঠন করার অংশ হিসেবে সাসা সহযোগী প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধও বাল্যবিবাহ প্রতিরোধ করে একটি সুখী পরিবার ও সমাজ গঠন করা সাসা প্রকল্পের মূল লক্ষ্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]