জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসুচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প মাল্য অর্পন করা হয়। এরপর কেককাটা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। শিশু সমাবেশে সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার এসি ল্যান্ড মোঃ শহিদুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রজ্ঞন, উপজেলা, মুক্তিযোদ্ধা সংসদ ও জন প্রতিনিধিবৃন্দ।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে কেক কাটা, লাঠি খেলা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করেন, প্রধান অতিথি এসি ল্যান্ড মোঃ শহিদুল্লাহ।
এ সময় উপস্তিত ছিলেন শ্যামনগরের মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]