
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সুন্দরবন সংলগ্ন বর্ষা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি. এম. লিয়াকত আলী।
সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, বিএনপির সাবেক সদস্য চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলায়মান কবির, আশেক এলাহী মুন্না, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান গোলাম আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন খাতুন সুমি, তাতী দলের আহ্বায়ক ডা. আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, আরেফিন সিদ্দিকী, মেহেদী হাসান সানি, এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]