এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা ফজলুল হক (৫৫) নামে এক মাদ্রাসা প্রভাষক মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তারানীপুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা ফজলুল হক তারানীপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান গাজীর ছেলে। তিনি দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসায় আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন সম্মানিত শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তিনি বাড়ির প্রাচীরে মোটর চালু করে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে চেষ্টা চালালেও ততক্ষণে তিনি প্রাণ হারান।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন নিহতের বাড়িতে ছুটে যান। এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় তার মৃত্যুতে। শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, মাওলানা ফজলুল হক দীর্ঘদিন ধরে দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]