শ্যামনগর উপজেলায় বিভিন্ন রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদ রোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তার চেক বিতরন করেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ প্রমুখ। এ সময় ২৫ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]