সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মারিয়া (৮) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৯ মে) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জলিলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া ওই গ্রামের হাবিবুল্লার মেয়ে ও কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে বস্তায় বালু ভর্তি করছিলেন মারিয়ার বাবা হাবিবুল্লাহ ও মা আমেনা খাতুন। এসময় মারিয়া পাশেই বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ সে রাস্তা পার হতে গেলে ব্যাটারি চালিত একটি ভ্যানে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মারিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]