সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী লরির ধাক্কায় জামিলা আক্তার মিম (১২) নামের এক মাদ্রাসা ছাত্রী মারা গেছেন।
আহত হয়েছেন লরির চালক আবু বকর সিদ্দিকী বাবু।
বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালবোট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামিলা আক্তার মিম একই উপজেলার কাটলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং ভামিয়াপোড়া আলিয়া মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্রী।
আহত চালক বাবু বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী শ্রীফলাকাটি গ্রামের তামজিদ হাসান জানান, জামিলা আক্তার মিম খালার সাথে শ্রীফলাকাটি বাজারে যাচ্ছিল। পথিমধ্যে দ্রুতগামী লরি জামিলা আক্তার মিমকে ধাক্কা দিয়ে ফেলে শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মীম মারা যায়।
এদিকে, মিমকে চাঁপা দিয়ে সামনে গিয়ে লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে চালক আবু বক্কার সিদ্দিকী বাবু গুরুতর আহত হন। তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাবুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শেদ জানান, এ ঘটনায শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]