সাতক্ষীরার শ্যামনগরে ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় শ্যামনগরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মঙ্গলবার সকালে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ-বিন- শফিকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ওসিসি'র প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, নকিপুর মাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মুখার্জী, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স'র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]