এবিএম কাইয়ুম রাজ:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের কুদ্দুস হালদারের মেজ ছেলে মো. জাকির হোসেন (৩৬) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বিকেল পাঁচটার পর খুলনার রূপসা ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মো. জাকির হোসেন বসুন্ধরা সিমেন্ট সাউথ বেঙ্গল ডিভিশনের খুলনা এরিয়ার তেরখাদা টেরিটরির টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে রুট থেকে ফেরার পথে আকস্মিক দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং ব্রিজের রেলিংয়ের সাথে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে রাত ১২টার দিকে শরীয়তপুর এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
তার এই অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, প্রতিবেশী এবং নূরনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]