সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় মাহাবুব শেখ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার ভূরুলিয়া গ্রামে জাফর ডাক্তারের বাড়ির সামনে সড়কে এ দূর্ঘটনা ঘটে।
সে উত্তর ফুলবাড়ীয়া গ্রামে মোমিন শেখের পুত্র।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, সকালে ব্যাটারি চালিত ভ্যানে মালামাল নিয়ে ভূরুলিয়া যাওয়ার সময় জাফর ডাক্তারের বাড়ির সামনে অসাবধানতা বশত সড়কের পাশে বিদ্যুতের পোলের সাথে ধাক্কা লেগে গুরতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]