শ্যামনগর পৌরসভার ৭নং ওয়ার্ড নকিপুর কাতখালী হাফিজা মাদ্রসায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির আমের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫টায় ওই মাদ্রাসা চত্তরে ছাত্র-শিক্ষক ও এলাকার মুসল্লীদের নিয়ে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত চারা বিতরণ ও রোপন অনুষ্ঠান উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সাদী সহ অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় গ্রামবাসী ও অত্র মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থীরা।
মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ফলজ বৃক্ষ রোপনের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলের অভাব মোচন হবে। রিপোর্টাস ক্লাবের এহেন কার্যক্রম অব্যহত থাকুক এই প্রত্যাশা করেন তিনি।
এ সময় সংগঠনের সভাপতি এস কে সিরাজ বলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা শুধু রিপোর্ট করে দ্বায়িত্ব সারেন না বরং তারা সামাজিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমাদের প্রিয় সংগঠনের কার্যক্রম সাধারন মানুষের মনি কোঠায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এভাবে সকলের সহযোগিতায় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]