জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত-১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি স.ম কামরুল হায়দার নান্টু’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।
শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি স.ম কামরুল হায়দার নান্টুকে আহবায়ক ও মো. জাকির হোসেন (গালিভার) যুগ্ম আহবায়ক, মো. মাজেদ আলী মোল্যা, নির্মল মন্ডল, মো. সিরাজুল ইসলাম মিস্ত্রী, মো. আব্দুর রশিদ গাজী এবং মোহাম্মদ আলী মোল্যাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
অপরদিকে গত ১০ ফেব্রুয়ারি বিকালে কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালালকে আহবায়ক ও শেখ রবিউল ইসলাম খোকন যুগ্ম আহবায়ক, মো. সাদেকুর রহমান সাদু, মো. কবিরুল ইসলাম, ইফতেখারুল ইসলাম সুমন, মাহবুবুর রহমান মুকুল এবং মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।
১০ ফেব্রুয়ারি বিকালে দেবহাটা উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবু তাহেরকে আহবায়ক ও যুগ্ম আহবায়ক মো. আরমান হোসেন, মো. মিজানুর রহমান, মো. আয়ুব হোসেন, মো. ওহাব আলী, মো. আজিজুল হক, মো. তরিকুল ইসলাম এবং মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, মো. জোহর আলী, মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা প্রমুখ।
সভায় উপস্থিত সকল ইউনিট প্রধানগণ জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এ খালেক’র নেতৃত্বাধীন জেলা শ্রমিক লীগের কমিটির প্রতি পূর্ণ আস্থা রেখে আগামীতে জেলা সম্মেলনের মাধ্যমে জেলা শ্রমিক লীগকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]