সুন্দরবনের ভিতর দিয়ে ভারতের মারাঠী জাতের ছাগল পাচার করে আনার সময় অভিযান চালিয়ে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামে আব্দুল কাদেরের বাড়ি থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেনের নেতৃত্বে পুলিশ দল ৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৩ টি মারাঠী ছাগল আটক করে।
এসময়ে আব্দুল কাদের নামে এক পাচারকারীকে হাতে নাতে আটক করে পুলিশ। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মুল হোতা বনদস্যু আব্দুল্লাহ তরফদার পালিয়ে যায়। আব্দুল্লাহ দীর্ঘদিন সুন্দরবনে বনদস্যু কাজে জড়িত থানা পুলিশ জানায়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ পাচারকারীর দল সুন্দরবনের ভিতর দিয়ে ভারতীয় ছাগল পাচারের খবর গোপনে পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৩ টি মূল্যবান ছাগল আটক করে।
সূত্রে. পত্রিদূত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]