জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পর্যায়ে নানা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান হিসেবে (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এস এম এ হান্নান। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আলিম প্রথম বর্ষের মোঃ সায়ফুল্লাহ।
গত ২২ মে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করে।
১৯৪৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৮, ২০১৬, ২০১৮, ২০১৯, ২০২২ সালে শ্যামনগর উপজেলার মধ্যে এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান শ্রেষ্ঠ নির্বাচিত হন।
পাতাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এস এম এ হান্নান বলেন, ১৯৯৬ সালে যোগদানের পর পঞ্চম বারের মতো প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। আমার প্রতিষ্ঠানের পরিবেশ, লেখাপড়ার গুনগত মান, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ সব নিয়ে উপজেলার মধ্যে সেরা মাদ্রাসার স্বীকৃত পেয়েছে এবং এই দিয়ে তিন বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি। দুই বার এ প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। আগামীতে জেলা ও দেশ সেরা মাদ্রাসা হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]