কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি ও প্রতিমা ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার বিকালে কলারোয়া পাইলট হাইস্কুলের সামনে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কে বা কারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সেটার জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে।
সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন চলাকালে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নিরঞ্জন পাল, সোনাবাড়িয়া ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক রনজিত দত্ত, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ অধিকারী চান্দু, পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রনজিত ঘোষ প্রমুখ।
আনন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ মনু, কার্তিক চন্দ্র মন্ডল, পরিতোষ বিশ্বাস, উপজেলা ছাত্র পরিষদের আহ্বায়ক উজ্জল দাস, সদস্য সচিব গোপাল ঘোষ বাবু, অসীম মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]