'যন্ত্রদানব ট্রাক্টরের দখলে কলারোয়ার রাস্তা, অতিষ্ঠ জনজীবন' শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের টনক নড়েছে। মুহূর্তের মধ্যে কলারোয়া উপজেলাব্যাপী ট্রাক্টর চলাচল বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইটভাটায় ব্যবহারের জন্য মাটি উত্তোলনের ফলে জনসাধারণের চলাচলের সমস্য-বিঘ্নিত সৃষ্টি হচ্ছে মর্মে নোটিশ জারি করা হয়েছে।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মৌসুমী জেরীন কান্তা স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, 'প্রত্যেক ইটভাটা মালিককে ইটভাটায় ব্যবহারের জন্য ট্রাক বা ট্রলিতে মাটি পরিবহনের ফলে ভাটা সংলগ্ন রাস্তায় কাদামাটি পড়ে রাস্তায় জনসাধারণের চলাচলের বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে কয়েক জায়গায় দূর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। এ অবস্থার প্রেক্ষিতে জনরোষের সৃষ্টি হচ্ছে। যা আদৌও কাম্য নহে। এমতাবস্থায় অবিলম্বে ভাটা সংলগ্ন রাস্তা ও পরিবহন রুটে মাটি উত্তোলন ও পরিবহনের জন্য সৃষ্টি কাদামাটি অপসারণের জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।'
এছাড়া এই সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক জরুরী সভার আহবান করা হয়েছে বলে জানা গেছে।
নোটিশের অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]