সংবাদ প্রকাশের জেরে যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইনের নাম উল্লেখ করে শহরে মিছিলের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ডিসেম্বর দৈনিক গ্রামের কাগজের শেষ পাতায় কেশবপুর এক স্কুলে প্রধান শিক্ষক পদে জামায়াত নেতার নিয়োগ নিয়ে গুঞ্জন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ৩ ডিসেম্বর সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ওই মিছিল বের হয়।
কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক নূরুল ইসলাম খান, দীলিপ মোদক, শেখ শাহীনুর ইসলাম, রুহুল আমীন খান, সিদ্দিকুর রহমান, পরেশ দেবনাথ, মতিয়ার রহমান, আব্দুল মজিদ, আব্দুল মমিন, তাইফুর রহমান প্রমুখ।
সভায় এ ঘটনায় তীব্র নিন্দাসহ আগামি ৭২ ঘন্টার মধ্যে পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে মিছিলের ঘটনায় দুঃখ প্রকাশ করার আহবান জানানো হয়। তা না হলে যশোর-৬ আসনের এমপিসহ প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হবে। অপরদিকে ওই সভা থেকে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ওই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]