সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরা পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর জানান, প্রতিটি কেন্দ্রে ১জন এসআই এর নেতৃত্বে ৪জন পুলিশ ও ৯জন আনসার সদস্য দেয়া হয়েছে। এছাড়াও একজন করে ইন্সপেক্টরের নেতৃত্বে ৯টি মোবাইল টিম ও ৩টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। একই সাথে ৩ প্লাটুন বিজিবি ও ২৪ জন র্যাব সদস্য ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে টহল দিচ্ছেন। এছাড়াও মাঠে রয়েছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৫২জন ও নারি কাউন্সিলর (সংরক্ষিত) পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮৯ হাজার ২২৪ জন ভোটার ৩৭ টি কেন্দ্রের ২৪৮টি কক্ষে এসব ভোট প্রদান করছেন। ভোটারদের অর্ধেকের বেশি নারী রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]