পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। বর্ষা মৌসুমে দেশের সর্বত্র এ ফল পাওয়া যায়। পেয়ারা গাছ বপনের সময় হচ্ছে মে-সেপ্টেম্বর বা মধ্য বৈশাখ-মধ্য আশ্বিন। চলতি মৌসুমে পেয়ারা গাছের চারা বা বীজ রোপণ করা জরুরি।
চাষপদ্ধতিঃ
সবদিকে ৬০ সেন্টিমিটার মাপে গর্ত তৈরি করুন। রোপণ দ‚রত্ব হতে পারে ৩-৬ মিটার ৩-৬ মিটার।
মাটি প্রস্তুত করাঃ
প্রতি গর্তে সারের পরিমাণ হবে ১০-১৫ কেজি পচা গোবর বা কম্পোস্ট, ২৫০ গ্রাম টিএসপি এবং ২৫০ গ্রাম পটাশ। এগুলো সব একসাথে ভালোভাবে গর্তের মাটির সঙ্গে মেশাতে হবে। সার প্রয়োগের পর গর্ত ভরাট করে ১০-১৫ দিন রেখে দিতে হবে।
চারা বা কলম রোপণঃ
মে থেকে সেপ্টেম্বর মাস উপযুক্ত সময়। তবে পানি সেচের ব্যবস্থা থাকলে সারাবছরই লাগানো যায়। গর্ত ভরাটের ১০-১৫ দিন পর মাটি উলট-পালট করে পুনরায় গর্ত খনন করতে হবে। প্রথমে পলিথিন সাবধানে ছিঁড়ে ফেলতে হবে। এবারে বের হয়ে থাকা শিকড় কেটে দিতে হবে। তারপর গর্তে চারা সোজাভাবে স্থাপন করতে হবে। চারার গোড়ার মাটি হালকাভাবে চাপ দিয়ে শক্ত করে দিতে হবে।
চারার পরিমানঃ
জাতভেদে প্রতি ৩৩ শতাংশ জমিতে ১০০-১৫০ টি পর্যন্ত চারা রোপন করা যায়।
সার ব্যবস্থাপনা
প্রতিবছর ফাল্গুন বা ফেব্রæয়ারি মাসে ফুল আসার সময়, বৈশাখের শেষে ফল ধরার সময়, মে মাসে এবং ভাদ্র শেষে বা সেপ্টেম্বর মাসে ফল তোলার পর ৩ কিস্তিতে সার প্রয়োগ করতে হয়।
সার প্রয়োগের বিশেষ পদ্ধতিঃ
দুপুরে যখন স‚র্যের আলো মাথা বরাবর পড়ে তখন গাছের যে অংশটুকু ছায়া পড়ে সেই পমিমাণ বাদ দিয়ে সেই ছায়ার চারপাশ দিয়ে কোদাল বা অন্য কিছু দিয়ে রিং আকারে গর্ত করে সার প্রয়োগ করবেন। তাহলে গাছের সঠিক পুষ্টি নিশ্চিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]